অত্র উপজেলা হতে যে সকল নাগরিক সেবা সমূহ প্রদান করা হয়ঃ
ক) অত্র উপজেলার মিলারদের কাছ থেকে বিনির্দেশ মোতাবেক খাদ্য শষ্য ক্রয় করা হয়।
খ) সরাসরি কৃষকের নিকট হতে ধান ও গম সরকারী নির্ধারিত মূল্যে ক্রয় করা হয়।
গ) ক্রয়কৃত খাদ্য শষ্য খাদ্য গুদামে মজুদ করা হয়।
ঘ) মজুদকৃত খাদ্য শষ্য দূর্যোগকালীন সময়ে চাহিদা পুরনে সহায়তা করে।
ঙ) ওএমএস কার্যক্রমের মাধ্যমে জনসাধারনের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে খাদ্য শষ্য বিতরণ করা হয়।
চ) হত দরিদ্র ও ৪র্থ শ্রেনীর সরকারী কর্মচারীদের মধ্যে ফেয়ার প্রাইসের মাধ্যমে খাদ্য শষ্য বিতরণ করা হয়।
ছ) ভিজিডি, ভিজিএফ, কাবিখা, টিআর, জিআর এ খাদ্য শষ্য বিতরণ করা হয়।
জ) অত্র উপজেলা চাউল কল মালিকদের বিনির্দেশ মোতাবেক চাল সরবরাহ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।
ঝ) চালকল মালিকদের নতুন লাইসেন্স প্রদান করা হয়।
ঞ) অনান্য অফিসের সাথে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS